সর্বোচ্চ এসি বিক্রিতে দ্বিতীয় ওয়ালটনের টাঙ্গাইল প্লাজা

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৯:২২ এএম, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ | ৫৪৪

চলতি মে মাসে দেশে সর্বোচ্চ এসি বিক্রিতে দ্বিতীয় অবস্থান করেছে টাঙ্গাইলের আদালত রোডের ওয়ালটন প্লাজা টাঙ্গাইল ১। 

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটন এর ৬২টি প্লাজার পণ্য সামগ্রী বিক্রির প্রতিযোগিতায় সেলস্ ডেভেলপমেন্ট (পিএইচডি-৪) সিস্টেমে চলতি মে মাসে ১০১টি এসি বিক্রির মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করে ওয়ালটন প্লাজা-১ টাঙ্গাইল। 

এ কৃতিত্ব অর্জন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আদালত রোডের ওয়ালটন প্লাজা-১ এক বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন এর সিনিয়র অপারেটিভ ডিরেক্টর আলহাজ্ব মজিবর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জোন এর এরিয়া ম্যানেজার জামিল হোসেন, ওয়ালটন সার্ভিস পয়েন্ট ইনচার্জ শান্তুনু মল্লিক। 

ওয়ালটন প্লাজা আদালত রোড টাঙ্গাইল ১ এর ম্যানেজার অনুপ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ময়মনসিংহ রোড টাঙ্গাইল-২ এর ম্যানেজার শামসুনাহার, টাঙ্গাইল সার্ভিস সেন্টারের কর্মকর্তা গোপাল সাহাসহ ওয়ালটন প্লাাজা আদালত রোড টাঙ্গাইল ১ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।