দুঃস্থ ও দরিদ্রসহ ১৩৬ জনের মাঝে যাকাতের অর্থ বিতরণ

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৯:৪৮ এএম, সোমবার, ২৭ মে ২০১৯ | ৪৬৫

দুঃস্থ ও দরিদ্রসহ জেলার ১২টি উপজেলার ১৩৬ জনের মাজে সরকারী যাকাত ফান্ডের অর্থের চেক তুলে দিয়েছে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ অর্থ তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরের আওতায় যাকাত বোর্ড থেকে প্রাপ্ত অর্থ জেলার ১৬ জন দুঃস্থ ও দরিদ্র ব্যক্তিকে প্রদান করা হয়। এছাড়া জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের দেওয়া তালিকা অনুযায়ী ১২০জনের মাঝে ৫৭০০ টাকা করে সরকারী যাকাত ফান্ডের অর্থ তুলে দেওয়া হয়।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি উপস্থিত ছিলেন।