সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৬:৫৮ এএম, সোমবার, ২০ মে ২০১৯ | ৪৪২

সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সিঙ্গাপুর মোস্তফা প্লাজার পাশে অভিজাত রেস্তোরাঁ ফখরুদ্দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের সভাপতি কে এইচ আলামিন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন খানসুর, আওয়ামীলীগ নেতা আনিস, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি সাখাওত, সহ-সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক সিকদার সোহেল রানা মিঠু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক দুর্জয় কুমার সজল।

এসময় আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ সেরাঙ্গুন শাখা সভাপতি খান আব্দুলাহ আপন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির সরকার, যুগ্ম সম্পাদক পারভেজ মোল্লা, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ টেম্পানিস শাখা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ তুয়াস শাখা সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রানা মাসুদ, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ উডল্যান্ড শাখা সভাপতি মালেক পাষা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ জুরং ইষ্ট শাখা সভাপতি মোতাহার, সিঙ্গাপুর ছাত্রলীগ সভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক তালাশ, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি শাহাদাত রাসেল, সহ সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ। 

উক্ত সভা পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন।