শৃঙ্খলা ভঙ্গেও অভিযোগে
মাভাবিপ্রবি শাখা ছাএলীগের নোটিশ


মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ছাএলীগের অভ্যান্তীণ কোন্দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে করণ দর্শানর নটীশ জারি করেছে মাভাবিপ্রবি শাখা ছাএলীগ ।
গত ৩১.১০.২০১৭ তারিখে সংগঠনটির সভাপতি সজীব তালুকদার ও সেক্রেটারী সাইদুর রহমান স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নটীশটি জারি করা হয় ।
উল্লেখ্য যে, গত ২৯.১০.২০১৭ তারিখে সংগঠনটির সেক্রেটারী সাইদুর রহমানের সামর্থক পদার্থ বিজ্ঞান বিভাগের ছাএ আনিসুর রহমান যুগ্ন সাধারন সম্পাদক জাবির ইকবাল গ্রুপের কয়েকজন সামর্থক কে মারধর করে ।
এই ঘটনার জেরে যুগ্ন সাধারন সম্পাদক জাবির ইকবাল আনিস কে বঙ্গবন্ধু হলেন সামনে শারীরিক ভাবে আঘাত করে । এর কিছুক্ষণ পরে যুগ্ন সাধারন সম্পাদক জাবির ইকবাল বঙ্গবন্ধু হলে গিয়ে রাজিব মোল্লার রুমের জানালা ভাংচুর করে ।
উক্ত ঘটনায় কিছু সামর্থক সংগঠনটির সভাপতি সজীব তালুকতাকেও কটুবিÍ করে বলে সংশিষ্ট সূএ হতে জানা যায় ।
উক্ত ঘটনায় , শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনটির যুগ্ন সাধারন সম্পাদক জাবির ইকবাল সহ আরও ৫ জন সদস্য কেন সংগঠন হতে কেন বহিস্কার করা হবেনা জানতে চেয়ে গত ৩১.১০.২০১৭ তারিখে সংগঠনটির সভাপতি সজীব তালুকদার ও সেক্রেটারী সাইদুর রহমান স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কারণ দর্শানর নটীশটি জারি করে ।