ময়মনসিংহ আঞ্চলিক সমিতির পক্ষ থেকে পুলিশ সুপার কায়সার’কে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২ পিএম, শনিবার, ২ এপ্রিল ২০২২ | ৫৫৭

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৫ জেলা (ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) নিয়ে গঠিত টাঙ্গাইলস্থ ময়মনসিংহ আঞ্চলিক সমিতির পক্ষ থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

২ এপ্রিল (শনিবার) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক সমিতির সভাপতি মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায়, দপ্তর সম্পাদক মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাষক মো. মঞ্জুরুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দৈনিক আজকের দেশবাসী পত্রিকার স্টাফ রিপোর্টার তনয় বিশ্বাস।

এসময় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পুলিশ সুপারকে সংগঠনের প্রধান উপদেষ্টার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাব গ্রহন করেন। এছাড়া এসময় সংগঠনের বিভিন্ন কার্যাবলী নিয়ে তার সাথে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ এপ্রিল তৎকালীন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরীফুল হক’কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ আঞ্চলিক সমিতিটি গঠন করা হয়। এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ওই পাঁচ জেলার বাসিন্দা যারা টাঙ্গাইলে কর্মরত অর্থ্যাৎ সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থী তাদেরকে নিয়েই এই সমিতিটি প্রতিষ্ঠা করা হয়। মূলত নিজেদের অঞ্চলের মানুষদের  মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করার লক্ষ্যেই এই সমিতিটির যাত্রা শুরু করা হয়।