টাঙ্গাইলে ৯দফা দাবি আদায়ে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৩:১৩ এএম, মঙ্গলবার, ৭ মে ২০১৯ | ৫৭৪

টাঙ্গাইলে বিড়ি শিল্পের উপর সকল প্রকার কর প্রত্যাহার ও বাংলাদেশর বিড়ি শিল্পকে ভারতের ন্যায় কুটির শিল্প ঘোষণাসহ ৯ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে জেলা বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষ ও জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন।

বিড়ি শিল্প রক্ষার্থে মানববন্ধনে উপস্থিত শ্রমিকরা তাদের দাবি সম্মলিত ফেস্টুন নিয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করে এবং তাদের পক্ষে নাসির উল্লাহ তাজ দাবিগুলো উত্থাপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন এএমএবিএফএল তানভীর হোসেন সোহেল, জেলা বিড়ি ধুমপায়ী’র সাধারন সম্পাদক মো. জয়লনায় মিয়া।

দাবি আদায় না হলে সারাদেশব্যাপী আন্দোলনে ঝাপিয়ে পরবে বলে জানান মানববন্ধরে অংশগ্রহণকারীরা।