পবিত্র রমজান উপলক্ষে ঘাটাইলে র‍্যালি ও আলোচনা সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ এএম, সোমবার, ৬ মে ২০১৯ | ৯১৮

পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ মে) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা চত্বর এলাকা থেকে শুরু হয়ে ঘাটাইলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে র‍্যালিটি উপজেলা মিলনায়তনে রমজানের পবিত্রতা রক্ষা বিষয়ক করনীয় নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নুরুন্নাহার বেগম, পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমগণ উপস্থিত ছিলেন।