দেলদুয়ারে ৫ কেজি গাঁজাসহ আটক এক


প্রকাশিত: ০২:০০ পিএম, রোববার, ২৮ জুন ২০২০ | ৫৪৮

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেলদুয়ার থানা পুলিশ।

রোববার রাতে উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী গ্রামের নিজ বাড়ী থেকে থেকে তাকে আটক করা হয় । এ সময় তার দেয়া তথ্যমতে রান্নাঘর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে সাইদুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীরকে আটক করা হয়েছে।