খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০২:৩২ এএম, শুক্রবার, ৩ মে ২০১৯ | ৬০৪

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বেগম খালেদা-জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মমিনুল ইসলাম লাভলু, জেলা মহিলাদলের সভাপতি নিলুফায় ইয়াসমিন, জেলা মহিলা দলের সিনিয়র সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোনিয়া হামজা, শহর বিএনপির সাধারণ সম্পাদক নাছরিন আজাদ, থানা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কারুন আক্তারসহ প্রমুখ।

মানববন্ধনে ব্যক্তারা বলেন, বেগম খালেদা-জিয়াকে নি:শর্ত মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেয়া হয় তাহলে ঈঁদের পর কঠোর আন্দলনে যাওয়ার হুশিয়ারিদেন। এছাড়া জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করেন তারা।