বাংলাদেশ শিক্ষক সমিতি ধনবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন


টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দীকী, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বিলকিস জামান, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান , তোফাজ্জল হোসেন , ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তরা বক্তব্যে বে সরকারী শিক্ষক দের কে সরকারী সকল সুযোগ সুবিধা দেওয়ার দাবী জানান।
সম্মিলনে বাংলাদেশ শিক্ষক সমিতির ধনবাড়ী উপজেলা শাখায় কেরামজানি উচ্চ বিদালয়ের পধান শিক্ষক আফজাল হোসেন কে সভাপতি ও ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের পধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা করা হয়।