প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় শ্রমিকের স্বার্থ দেখেছে...কৃষিমন্ত্রী

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪ এএম, বুধবার, ১ মে ২০১৯ | ৩৪১

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় শ্রমিকের স্বার্থ দেখেছে।

শতাব্দি-শতাব্দিতে শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে, দাবী-দাওয়া আদায় করেছে। দেশ আজ উন্নয়নের পথে। বাংলাদেশের সর্বোচ্চ আয় হয়, সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস সেক্টর থেকে। এই গার্মেন্টস সেক্টরে শ্রমিকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে। জরুরী কাজের সময় শ্রমিকরা কারখানায় খায় এবং কারখানায়ই ঘুমায়। আবার কাজ করে।

এগুলোর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কর্মসূচী নিয়েছেন। নূন্যতম বেতন নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেন, আমি অনুরোধ করবো- আপনারা যারা শ্রমিক তারা দায়িত্বশীল হবেন। গাড়ীর মালিকরা গাড়ী চালাতে দক্ষ চালকের হতে গাড়ী দিবেন। অদক্ষ চালকের পরিণতি এবং পরিনাম খুবই খারাপ। তিনি বলেন, সরকার সারের দাম কমিয়েছেন। দেশে সারের কোন অভাব নাই।

চাষাবাদের জন্য কৃষি যন্ত্রপাতিতে ভতুর্কি আরো বাড়ানো হবে। যাতে কৃষকরা কৃষি যন্ত্রপাতি কিনতে পারে। শেখ হাসিনার সরকার খুবই উদার। তিনি আরোও বলেন, গত নির্বাচনে আপনারা আমার সাথে ছিলেন। জননেত্রী শেখ হাসিনার পক্ষে ছিলেন। নৌকার পক্ষে ছিলেন। এখন আমার দায়িত্ব আমার কাজ আমরা যারা নির্বাচিত হয়েছি মেয়র, উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যানদের দায়িত্ব হলো মানুষের সেবা করা। আপনারা দোয়া করবেন সততা ও নিষ্ঠার সাথে যেন আমরা আপনাদের সেবা করতে পারি। তিনি বুধবার মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ধনবাড়ী বাসস্ট্যন্ড চত্বরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

অপর দিকে মধুপুর উপজেলার সকল শ্রমিক সংগঠনের সাথে ধনবাড়ী.মধুপুর টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য বর্তমান সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি র‌্যালীতে অংশ নেয়।

বুধবার দুপুরে সুলতান খান শোভার সভাতিত্বে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেন শ্রমিকরা যাতে ভাল পরিবেশে কাজ করতে পারে তার জন্য জননেত্রী শেখ হাসিনা সব সময় চেষ্টা করে এ চেষ্টাও অব্যহত থাকবে।