পঞ্চগড়ে ড্রেজার বন্ধের দাবী শ্রমিকদের

আমিরুলইসলাম, পঞ্চগড়
প্রকাশিত: ০৭:৪৭ এএম, বুধবার, ১ মে ২০১৯ | ৪৯৭
প্রকৃতি ও সমাজ বিধ্বংসী অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তলন বন্ধের দাবী জানিয়েছে পঞ্চগড় জেলা পাথর, বালি ও ভাসা কাঠ উত্তোলনকারী শ্রমিক ইউনিয়ন নামের একটি শ্রমিক সংগঠন।
 
বুধবার আন্তর্জাতিক মহান মে দিবস- ২০১৯ উপলক্ষ্যে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ন্যায় উক্ত সংগঠনটিও অংশ নেয়। এবং ড্রেজার মেশিন বন্ধের দাবীতে শ্লোগান ধরে।
 
উল্লেখ্য, দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। পাথর সমৃদ্ধ এ জেলার প্রধান সমস্যা ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন। ড্রেজার পরিবেশের জন্য যেমন হুমকি স্বরুপ, তেমনি শ্রমিকদের ঠেলে দিচ্ছে বেকারত্বে। শুধু তাই নয় পঞ্চগড়ের অন্যতম নিদর্শন ডাহুক, করতোয়া, মহানন্দাসহ বেশ কিছু নদী। অপরিকল্পিত ভাবে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের ফলে এই নদী গুলোও হারাচ্ছে সৌন্দর্য।
 
প্রশাসনের চোখ ফাকি দিয়ে এক শ্রেণির কুচক্রী মহল ড্রিল ড্রেজারের বিকট শব্দ দিয়ে ভূমি ধর্ষন করছে বলে অভিযোগ সচেতন মহলের।
পঞ্চগড় জেলা পাথর, বালি ও ভাসা কাঠ উত্তোলনকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান মুন্না বিডি মর্নিং কে বলেন, ড্রেজার যেমন পরিবেশ ধ্বংস করছে তেমনি আমাদের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। শুধু শ্রমিক নয় গোটা পঞ্চগড়বাসীর প্রাণের দাবী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করা হোক।