মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত

৬শ ৮২ পরিবার পেল নগদ অর্থ ও সবজি বীজ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪০ পিএম, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭ | ৫৫১

রেড ক্রিসেন্টে টাঙ্গাইল ইউনিটের সহয়তায় জেলা যুবলীগ নেতা খান আহমেদ শুভ মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ ৮২ টি পরিবারের নগদ অর্থ ও সবজি বীজ বিতরন করেছেন।

সোমাবার উপজেলার মহেড়া, জামুর্কী ও ভাতগ্রাম ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৭ লাখ ২৮ হাজার টাকা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। এই সহায়তায় প্রত্যেক পরিবার পেল নগদ ৪ হাজার টাকা ও সবজি বীজ।

জানা গেছে, এ বছর বন্যায় মির্জাপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বাড়ি ঘর ও রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য যুবলীগ নেতা খান আহমেদ শুভর প্রচষ্টোয় মির্জাপুরে রেড ক্রিসন্টে সোসাইটির সদস্যদের দিয়ে সরেজমিন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেন।এরমধ্যে প্রথম ধাপে মহেড়া ইউনিয়নে ২৫৮টি, জামুর্কী ইউনিয়নে ২২২টি ও ভাতগ্রাম ইউনিয়নে ২০২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা ও সবজি বীজ বিতরণ করা হয়।

এসময় রেড ক্রিসন্টে সোসাইটি বাংলাদেশ শাখার বোর্ড মেম্বার রবীন্দ্র মোহন সাহা রবির সভাপতিত্বে বক্তব্য করেন, রেড ক্রিসেন্ট টাঙ্গাইল জেলা ইউনিটের ও টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এম এ রোৗফ, টাঙ্গাইল জেলা ইউনিটের মেম্বার টাঙ্গাইল জেলা যুবলীগের সহসভাপতি খান আহমেদ শুভ, রেড ক্রিসেন্ট সোসাইটির ক্রিস্টিয়ান, ক্যাশ ডেলিগেট আইএফআরসি (ইতালি), এ্যানি, ক্যাশ আরডিআরটি (হংকং), রিও, ক্যাশ আরডিআরটি (ইন্দোনেশিয়া), ইয়ান কাই, ক্যাশ আরডিআরটি (ফিলিপাইন), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর সদস্য ফারুক রহমান, ইউনিট লেভেল অফিসার মো. মনিরুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুর রহমান কনক, উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাবেক ভিপি মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।