পাওনা টাকা পরিশোধে ব্যর্থ,
মির্জাপুরে চিরকুট লিখে ব্যবসায়ী নিখোঁজ


টাঙ্গাইলের মির্জাপুরে মহাজনদের পাওনা টাকা পরিশোধ করতে না পেরে নিজের মৃত্যুর চিরকুট লিখে পরিকল্পিতভাবে নিখোঁজ হয়েছেন আলীম মিয়া নামে মির্জাপুরে বাজরের এক ব্যবসায়ী। সম্প্রতি মহাজনরা তাকে সুদের টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে বের হন আলীম মিয়া। দুপুরের দিকে উপজেলার উয়ার্শী এলাকায় সড়কের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মোটরসাইকেল, মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ, মোবাইল ফোন ও বিদ্যুৎ বিলের কাগজ ও চিরকুট উদ্ধার করে।
ব্যবসায়ী আলীম মির্জাপুর বাজারের আলীম ট্রেডার্সের মালিক। তিনি উপজেলার লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামের মৃত হাজী তমছের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মির্জাপুর বাইপাস সংলগ্ন এলাকায় নিজস্ব বাসায় বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, দুপুরের দিকে মোটরসাইকেল পড়ে থাকার খবর পেয়ে মির্জাপুর থানার এসআই শফিকুল আলম গিয়ে মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। পরে মোবাইল ফোনের সূত্র ধরে আলীমের পবিচয় নিশ্চিত হন পুলিশ।
বাড়িতে জানানোর পর বাড়ির লোকজন আলীমের লেখা চিরকুট দেখতে পান। চিরকুটে তার মৃত্যুর জন্য পাওনাদারদের দায়ী করেছেন তিনি। তবে, ব্যবসায়ী আলীম মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তার কোনো হদিস পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ব্যবসায়ী আলীমের সন্ধান এখনো মিলেনি। তার নিখোজের বিষয়টি পরিকল্পিত বলে তিনি উল্লেখ করেন।