ভোলায় লক্ষাধিক চিংড়ি মাছের রেনু জব্দ


ভোলার দৌলতখান উপজেলায় প্রায় লক্ষাধিক পিছ চিংড়ি রেনু জব্দ করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (২৫এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুবেদার মোড় মেঘনা নদীর পাড় থেকে এ চিংড়ি রেনু জব্দ করা হয়। পরে জব্দকৃত রেনু নদী ও বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার উপ-পরির্দশক(এসআই) রিয়াজুল ইসলাম ও উপ-পরির্দশক(এসআই) কল্লোল চৌধুরীসহ পুলিশের একটি টিম উপজেলার মেঘনা নদীর পাড়ে অভিযান চালায়।
এসময় মেঘনা নদীর পাড়ের সুবেদার মোর থেকে বিক্রির সময় প্রায় লক্ষাধিক পিছ চিংড়ি রেনু জব্দ করা হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে এর সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে এ চিংড়ি রেনু মেঘনা নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।