পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট

আমিরুল ইসলাম, পঞ্চগড়
প্রকাশিত: ০৬:৩২ এএম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ৬২৩
চট্টগ্রামে শ্যামলী পরিবহনের বাস চালককে মারধর করে হত্যার অভিযোগে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
 
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বিষয়টি সাংবাদিকদের অবগত করেন।
 
পঞ্চগড় জেলার শ্রমিক নেতারা জানায়, সোমবার (২২ এপ্রিল) রাতে চট্টগ্রামের পুটিয়া ও কর্ণফুলী সংলগ্ন শিকলবাহা ব্রিজ এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে শ্যামলী পরিবহনের বাস চালক জালাল উদ্দিনকে মারধর করে হত্যা করা হয়।
 
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।