শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ রুপান্তর করবে.. ছানোয়ার হোসেন


টাঙ্গাইল-৫ সদর আসনের সাংসদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো: ছানোয়ার হোসেন বলেছেন, বিগত যে কোন সরকারের চেয়ে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থাসহ সকল প্রকার উন্নয়ন অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করবে।
বর্তমান সরকার দেশে তৈরি করেছেন মোবাইল ব্যাংকিং চালু ব্যবস্থা। যা অতীতের কোন সরকার এটি করতে পারেনি এবং কল্পনাও করতে পারেনি। চিকিৎসা সেবার জন্য সারা দেশে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা জোরালো হয়েছে এবং এগুলোর মাধ্যমে রোগীরা প্রতিনিয়ত সেবা পাচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় টাঙ্গাইলে তো আরো এমপি ছিলো বন্যায় তারা আপনাদের পাশে ছিলো ছিলো না। কিন্তু বর্তমান সরকারের সময়ই বন্যায় শেখ হাসিনা আপনাদের পাশে ছিলো আছে এবং থাকবে।
তা ছাড়া বয়স্ক ভাতা, মৃত্যু ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা ব্যবস্থা চালু করেছে জননেত্রী শেখ হাসিনা।
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য শেখ হাসিনা শুধু দেশে নয় বিদেশেও সুনাম অর্জন করেছে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব বাজারে আজ উন্নতির দিকে। তাই শুধু রাস্তা-ঘাট, সেতু, স্কুল-কলেজ ও মার্দাসা নয় আপনারা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করতে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উজ্জ্বল ভবিসত গড়ে তুলুন।