কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে
৯টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিল ইউএনও

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯টি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার। ২৯ অক্টোবর রবিবার দুপুরে কালিহাতী উপজেলার সিংনা কুমড়ী ও রাজাফৈর বিলে ড্রেজার মেশিন চলতেছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সিংনা কুমড়ী বিল ও রাজাফৈর থেকে ড্রেজার মেশিনের চালকদের না পাওয়ায় ৯টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
স্থানীয় পুড়িয়ে দেওয়া ড্রেজার মালিক সামাদ ম্যালেটারী, লতিফ, সাইফুল, মাহমুদ আলীর নাম জানা গেলেও বাকী গুলোর নাম ঠিকানা পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, আমি যোগদান করার পর থেকেই শুনে আসছি কালিহাতীর মূল সমস্যা অবৈধ ড্রেজার আর এই ড্রেজার বন্ধ হওয়া উচিৎ।
এই ড্রেজার পরিবেশ ও অন্যান্য স্থাপনার জন্য ক্ষতিকর। আমি ও এসিল্যান্ড মিলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করি মোবাইল কোর্টের মাধ্যমে সাধারন মানুষকে জাগিয়ে তুলতে পারব তারা যেন বুঝতে পারে ড্রেজার মেশিন চললে জমির ক্ষতি, পরিবেশের ক্ষতি। এ বিষয়ে তাদের সচেতন করাই আমাদের উদ্দেশ্য।