চকরিয়ায় লক্ষ্যারচরে

একটি ব্রীজের অভাবে বর্ষায় জন-র্দূভোগ পোহাবে ইউনিয়নবাসী

এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া
প্রকাশিত: ০২:৪৫ এএম, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ | ৪৯২

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে ১টি পি আই ব্রীজের অভাবে বর্ষার ভরা-মৌসুমে জন-র্দূভোগ পোহাবে ইউনিয়নবাসী। 

সরেজমিনে দেখা যায়,চকরিয়া পৌর-সভা সংলগ্ন ইউনিয়ন লক্ষ্যারচর।এতে নলবিলা ও বার আওলিয়ার বৃহত্তর এলাকার মানুষের একমাত্র সড়কে কেবল ১টি ব্রীজ অভাব যুগ-যুগ ধরে।তাই এলাকার মানুষের চলাচল ব্যাঘাত নিরসনে লক্ষ্যে আপাতত পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১টি কাঠের সরু সেতু নিমার্ণ করা হয়েছে।

এ বিষয়ে লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান জি এম কাইছার জানান, নলবিলা বারআওলিয়া নগর সংযোগ সড়কে একটি পি আই ও ব্রীজ অতিব জরুরি।জনগনের দূর্ভোগ নিরসনে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল হতে আপাতত একটি কাটের সেতু নির্মান করা হলো।পুরো বর্ষাকালে রাস্তা সেতু সব পানির নিচে থাকে, নৌকা হয়ে উঠে চলাচলের একমাত্র মাধ্যম।

১০ ফুট উচু করে রাস্তা নির্মান এবং একটি পি আই ও ব্রীজ নির্মানের জন্য মাননীয় সাংসদ জনাব জাফর আলম ( বি এ অনার্স এম এ )   মহোদয়ের নিকট ইতিমধ্যে আবেদন করা হয়েছে। পাশাপাশি মাননীয় সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন তিনি।