মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বড়াইগ্রামের যুবক নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭ এএম, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ | ৫৬৯

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুর রহমান (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মাহবুর নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কায়েমকোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ওই দেশের সিরামবাগ চুঙ্গুরাজ্জাক এলাকায় প্রাইভেট কার চাপায় তিনি মারা যান। এদিকে, তার অকাল মৃত্যুর খবর এলে পরিবার-পরিজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের আত্মীয় স্বজনেরা জানান, মাহবুর ২০১৮ সালের ১২ ডিসেম্বর জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি দেন। তিনি সেখানে ইনকু ফাইবার পিন কোম্পানীতে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও সাত বছরের এক ছেলে সন্তান রয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টায় তার মরদেহ বাংলাদেশে আনা হবে এবং শনিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।