কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ এএম, রোববার, ৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫২৪

কুমিল্লায় রত্না (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী নাজমুল হাসান। মহানগরীর বিমানবন্দর সড়কের পাশে শনিবার রাতে রত্নার মরদেহটি রাস্তার পাশে পাওয়া যায়। এ ঘটনায় স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানয়ীরা।

আটজ নাজমুলের বাড়ি কুমিল্লা মহানগরীর কোটবাড়ির দুর্গাপুরের মদিনগর গ্রামে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ বলেন, দুই বছর আগে নাজমুলের সঙ্গে রত্নার বিয়ে হয়। এটা ছিল নাজমুলের দ্বিতীয় বিয়ে।