ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, রোববার, ৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫০৬

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শনিবার পর্যটকবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পর্যটকরা জাভা দ্বীপের পঞ্চিমাঞ্চলীয় এলাকা সুতাভূমিতে ছুটি কাটাতে যাচ্ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১০ মিটার গভীরে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ বিভাগের প্রধান গালি বেয়ু রাদিতা বলেন, বাসের ৩৭ আরোহীর মধ্যে ২১ জন প্রাণ হারিয়েছে। বাকিরা আহত হয়েছে। ব্রেক ফেল হওয়ার কারণে এ ঘটনা ঘটে বলে ধারণা করছি আমরা। 

তিনি আরও জানান, ওই গাড়ির লাইসেন্সের মেয়াদ ২০১৬ সালে শেষ হয়েছিল। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া