পেকুয়ায় বিদ্যুৎ সংযোগ বাণিজ্যের অভিযোগে

চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গ্রাহকদের অবস্থান

চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ | ৫২৭

পেকুয়ায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রকল্পকে পুঁজি করে একটি দালাল চক্র বিদ্যুৎ সংযোগ গ্রহণে আগ্রহীদের কাছ থেকে লাখলাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার ২৪ ফেব্রুয়ারী দুপুরে পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসে পেকুয়া সদর ইউনিয়নের সৈকত পাড়ার প্রতারিত গ্রাহকরা অবস্থান কর্মসূচী পালন করেছে। এসময় তারা দালালদের বিরুদ্ধে চকরিয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম এর মাধ্যমে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছে।

দালাল চক্রের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে রোববার ২৪ ফেব্রুয়ারী দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের সৈকত পাড়ার লোকজন পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের সামনে শতাধিক নারী পুরুষ অবস্থান কর্মসূচী পালন করে।

এসময় প্রায় ১ঘন্টা অবস্থান শেষে তারা চকরিয়া জোনাল অফিসের ডিজিএম এর মাধ্যমে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগকারীরা তাদের লিখিত অভিযোগে জানান, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের বাজার পাড়ার ইব্রাহিমের ছেলে আবু তাহের পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে জনপ্রতি ৩ হাজার ৫শত টাকা করে দেড় লক্ষাধিক টাকা তুলে নিয়ে আত্মসাত করেছে। যারা তার দাবীকৃত সাড়ে ৩ হাজার টাকার মধ্যে কিছু টাকা বকেয়া রেখেছিল তাদের ওয়ারিং করা তার খুলে নেয়ার হুমকি দিয়েছে।

চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দালাল আবু তাহেরসহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দিতে আসা পেকুয়ার সৈকত পাড়ার মৃত শামশুল আলমের স্ত্রী মোহছেনা বেগম জানান; দালাল চক্রটি তার কাছ থেকে সাইট খুঁটি দেয়ার নাম করে ১১ হাজার টাকা আদায় করেছে।

একই পাড়ার সেলিম উল্লাহ জানান তার মাধ্যমেও ওই পাড়া থেকে দালাল আবু তাহের ১লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়েছে। এ ভাবে সদর ইউনিয়নের বলির পাড়া, বিলাহাছুরা, টৈইটং, রাজাখালী, মগনামা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ নিতে আগ্রহীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। সৈকত পাড়ার জয়নাল জানান; খুঁটি স্থাপনের সময় বিদ্যুৎ সংযোগ নিতে আগ্রহীদেরকে বিনা পারিশ্রমিকে খুঁটি পরিবহন ও স্থাপন কাজে শ্রম দিতে বাধ্য করা হয়েছে।

দালাল চক্র কর্তৃক টাকা হাতিয়ে নেয়ার ব্যাপারে চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মোছাদ্দেকুর রহমানের সাথে কথা বলা হলে তিনি বলেন; দালাল চক্র কর্তৃক টাকা হাতিয়ে নেয়ার কথা আমি শুনেছি। তারপর এলাকায় মাইকিং করেছি, কেউ কোন লিখিত অভিযোগ দিচ্ছেন না। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পেকুয়ায় আবু তাহের নামে পল্লী বিদ্যুতের কোন লোক নেই। ওই আবু তাহের আবার টাকা তুলতে গেলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়ার পরামর্শ দেন তিনি। এলাকাবাসি তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া টাকা ফেরতসহ দালাল ও জড়িতদের শাস্তি দাবী করেছেন।