টাঙ্গাইলে

জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:২৮ পিএম, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৯১

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে, জেলা শিল্পকলা একাডেমিতে আজ সকালে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কে. এম. আলী আজম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. সেলিম আহমদ, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ অনুষ্ঠানে আরোও আলোচনা করেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।