রণদা প্রসাদ সাহার ১২২তম জন্ম জয়ন্তী

শিশু-কিশোরদের চিত্রাংকন আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮ | ৫৮৮

দানবীর রণদা প্রসাদ সাহার ১২২তম জন্ম জয়ন্তী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রণদা নাট মন্দিরে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, মির্জাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আজম খান, রণদা নাট মন্দির কমিটির যুগ্ম সম্পাদক লিটন চক্রবর্তী, বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাল ডেভলপমেন্ট কমিটির নির্বাহী পরিচালক উত্তম কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নিরঞ্জন পাল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।