সাপাহারে

২০০ বছরের পুরনো কালী মন্দির নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০২:২০ পিএম, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ৭৪৫

নওগাাঁর সাপাহারে প্রায় ২শ বছরের পুরনো বারোয়ারী শ্রী শ্রী শ্যামা কালী মন্দির ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন মন্দিরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মাননীয় প্রধান মন্ত্রীর ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তহবিল থেকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ৪৬ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এম.পি নির্মাণাধীন মন্দিরে এই অর্থ প্রদান করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাপাহার উপজেলা শাখার সভাপতি মন্মথ সাহা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রহিদুল ইসলাম, কার্য্য সহকারী প্রকৌশলী বাহারুল ইসলাম, মন্দিরের সভাপতি হরিবন্ধু সাহা, সম্পাদক শ্যামাপদ সাহা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি পরিমল রায়, ইউনিয়ন সভাপতি ডা: অর্জুন সাহা, ক্যাশিয়ার জগন্নাথ দেবনাথ, ঠিকাদার রনজিত সাহা, স্বপন পাল, সাংবাদিক প্রদীপ সাহা প্রমূখ।