মির্জাপুরে আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৬ পিএম, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে আনাইতারা ইউনিয়নের চামাড়ি ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মীসভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

রবিন মিয়াকে আহবায়ক ও শামীম হোসেন এবং জাহিদুর রহমানকে যুগ্ম আহবায়ক করে আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।

কর্মীসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক যুবরাজ মিয়া, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মীর মাহমুদল হাসেল পায়েল, ভাওড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আলী আজগর, ছাত্রলীগ নেতা রবিন মিয়া, জাহিদুর রহমান, শামীম হোসেন প্রমুখ বক্তৃতা করেন।