মির্জাপুরে যুবলীগ নেতার গণসংযোগ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, রোববার, ১ অক্টোবর ২০১৭ | ৮০৯

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ সমর্থিত মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা যুবলীগের সহসভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ গণসংযোগ করেছেন।

রোববার সকাল থেকে উপজেলার বানাইল ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং ইউনিয়নের ভাবখন্ড বাজারে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক এবং বাজারসহ কয়েকটি গ্রামে পায়ে হেটে গণসংযোগ করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, দুই সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সৈয়দ ওয়াহিদ ইকবাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ভিপি মাসুদ রানা মাসুম, বানাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ইউনিয়ন

আওয়ামী লীগের সভাপতি মো. শামীম কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু সাইদ মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. সেলিম শিকদার, যুবলীগ নেতা খন্দকার নিশাত, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে খান আহমেদ শুভ ইউপি চেয়ারম্যান, সদস্য ও দফাদারদের হাতে দুর্গা পূজার উপহার তুলে দেন।