নাগরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত
 
												 
																			“শেখ হাসিনায় উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানী সপ্তাহ ২০১৮ ইং পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি নাগরপুর জোনাল অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।
এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মো. আবু সায়েম, এবিএম দেলোয়ার হোসেন, রেজাওয়ানুল ইসলাম, বিরাজ মোহন সরকার, তরিকুল ইসলাম, এলাকা পরিচালক খোরশেদুন নাহার ভূইয়া প্রমূখ । এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন এলাকার সদস্য কর্মকর্তা কর্মচারি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
                         
 
             
            