ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার বিআরটিএ অফিসের কর্মচারী

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৪ পিএম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৪৮৪

ঝিনাইদহ বিআরটিএ অফিসে ফাইল ও কাগজপত্র বের করে দেওয়ার জন্য সাধারণ গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতে নাতে আটক হয়েছে ঝিনাইদহ বিআরটিএ অফিসের অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন (৩৫)।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ অভিযান চালান। আদালত সুত্রে জানা গেছে, ঝিনাইদহ বিআরটিএ অফিসের অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন সাধারণ গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে অর্থ আদায় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ছদ্মবেশে ওই অফিসে অভিযান চালায়।

সেসময় গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় ফারুক হোসেনকে। পরে আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাফর সাদিক চৌধুরী। বিআরটিএ অফিসকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে, পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালতে সুত্রে জানা গেছে।