কালিহাতীতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভা
 
												 
																			টাঙ্গাইলের কালিহাতীতে নবগঠিত বঙ্গবন্ধু সৈনিক লীগের বর্ধিত ও প্রথম সভা রোববার সকালে স্থানীয় এমপি আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারির বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা আহবায়ক মিন্টু সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব সায়েম মল্লিক মিলনে সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগ নেতা মো.সেলিম সিকদার,খন্দকার আ.মাতিন,আয়নাল হক,আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা এস এম জুয়েল সানি,শাহাজাদা,রাকিব হোসেন প্রমুখ।
উল্লেখ্য,১৬ জুলাই জেলা কমিটি কালিহাতী উপজেলা কমিটির অনুমোদন দেন।
 
                         
 
             
            