মির্জাপুরে পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটি ঘোষণা
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সদরের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে আজ সকাল ১২.০০ঘটিকার সময় এ কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক (সাবেক) জি.এস মোঃ মাজহারুল ইাসলাম শিপলু। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ মাহমুদ লাজলু, মোঃ সুজন খান, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আবু বকর সিকদার, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীে (সাবেক) সহ-সভাপতি সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
উক্ত আলোচনা সভার পর মোঃ অলিম মিয়াকে আহবায়ক ও বলাই দে, মাহমুদুল হাসান সাইফ কে যুগ্ম-আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আগামী ৩মাসের জন্য অনুমোদন দেয়া হয়। এ কমিটিকে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ ওমর ফারুক বিপ্লব
ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন রাসেল অভিনন্দন জানিয়েছেন। 
 
                         
 
            