বগুড়ায় ৫শ পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করলো পুলিশ

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১ এএম, রোববার, ১৩ মে ২০১৮ | ৫৪১
রমজান উপলক্ষ্যে ৫শ হতদরিদ্র পরিবারের  মাঝে চাল-তেল-ছোলা-চিনিসহ বেশ কিছু খাদ্যপণ্য বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ।
 
শনিবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যুক্তরাজ্যের আল ইমদাদ ফাউন্ডেশন ও ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পুলিশ এই আয়োজন করে।
 
উক্ত অনুষ্ঠানে  পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, রমজান আসার আগেই সামর্থবানরা একমাসের খাদ্যপণ্য সংগ্রহ করে ফেলেন।
 
রোজার ভেতর প্রায়ই এসব নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী হয়ে যায়। এতে বিপাকে পড়ে যান নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারগুলো। তাই এমন কিছু পরিবারকে রোজার আগেই এক মাসের খাদ্যপণ্যের যোগান করে দেয়ার উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে সামিল হওয়া দরকার। তাহলে রমজান কিংবা ধর্মীয় উৎসব অর্থবহ হয়ে উঠবে আমাদের সমাজে। 

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, অনুষ্ঠানে পরিবার প্রতি একমাসের চাল, তেল, মশুর ডাল, লবণ ও ছোলাসহ ইফতারে প্রয়োজন এমন শুকনো খাবারও দেয়া হয়েছে।