ভূঞাপুরে বৃক্ষ মেলা শুরু

ভূঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০১ পিএম, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭ | ৭৩৭
“স্বাস্থ্য-পুষ্টি-অর্থ-চাই, দেশি ফলের গাছ লাগাই” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। থাকবে ২৬ জুলাই পর্যন্ত। রবিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলা শুভ উদ্ধোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হালিম, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু আদনান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান প্রমুখ। এদিকে মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গের অংশ গ্রহণে একটি আনন্দ র্যালি বের হয়। এ ফলদ বৃক্ষ মেলাতে জেলার বিভিন্ন উপজেলা হতে আগত প্রায় অর্ধশতাধিক নার্সারীর মালিক ও পাইকারি বিক্রেতারা স্টল দিয়েছে।