ঘাটাইলে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৪৩৭

টাঙ্গাইলের ঘাটাইলে  শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারীরা ৷

আজ রবিবার (১১ মার্চ) শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে উপজেলার ৭টি কলেজ ও ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষক-কর্মচারী শিক্ষা জাতীয় করনের দাবীতে এ সমাবেশে অংশগ্রহণ করেন।

ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘাটাইল উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাশিস ঘাটাইল উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক ও জি বি জি বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. মতিয়ার রহমান, জুলফিকার-ই- হায়দার, বাশিস ঘাটাইল শাখার সহসভাপতি মো. হাসান আলী, বাবর আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আ. বাছেদ, রফিকুল ইসলাম (রফিক মাস্টার), জহুরুল ইসলাম শামীম, শিক্ষক নেতা শহীদুল ইসলাম. মো. হাফিজুর রহমান, কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ রইচ উদ্দিন ও মোঃ আন্তাজ আলী প্রমুখ।