সন্তানের মত জাতী গঠনেও মায়ের ভুমিকা রয়েছে-একাব্বর হোসেন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি বলেছেন সন্তানের উজ্জল ভবিষ্যত গঠনে মায়ের ভুমিকা যেমন অপরিসীম তেমনি সুন্দর জাতী গঠনেও রয়েরছ মায়েরে ভুমিকা।
তিনি রোববার উপজেলার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরনী ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ্কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হজরত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেষ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের যগ্ম সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, টাঙ্গাইরল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম সম্পাদক আজাহরুল ইসলাম, আবিদ হোসেন শান্ত প্রমুখ।
এমপি একাব্বর হোসেন বলেন বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধশালী একটি দেশ। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। একটি পরিবারের প্রধান সিদ্ধান্তকারী হচ্ছেন মা। মায়েদের মাধ্যমেই পরিবার সমাজ দেশ সুন্দর হবে।
খেলাধুলার মানোন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বে সমাদ্রিত। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও মনোনিবেশ করতে এমপি একাব্বর হোসেন আহবান জানান।
শামসুল ইসলাম সহিদ/পিএইচ
