হুমকির ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী, থানায় অভিযোগ

জমি দখল চেষ্টায় হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ | ৭৬

টাঙ্গাইল সদর উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির জমি দখল চেষ্টায় হামলা ও ভাঙচুর, করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছে ভুক্তভোগী পরিবারটি।

গত বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে ঘোষপাড়া ধলেশ^রী ব্রীজের পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক মোছাঃ নাজমা বেগম টাঙ্গাইল সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. আখতার হোসেন (৫০), মো. আসিফ মিয়া (৩০), শহিদ মিয়া (৪৫), সাঈদ মিয়া (৪২), মো. বুদ্দু মিয়া (৩০)সহ আরও ১০-১২ জন এই ঘটনায় লিপ্ত আছে। আসামীরা দাঙ্গাবাজ, লাঠিয়াল, মাদকসেবনকারী, অর্থলোভী, চাঁদাবাজ, পর সম্পদ লোভী ও ভূমি দস্যু প্রকৃতির লোক বটে। বিবাদীগণ পূর্বে থেকেই আমার ও আমার পরিবারের সাথে জমি সক্রান্ত বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে দ্বন্ধ ও শত্রুতা করিয়া আসছে। বিবাদীগণ জমি বিষয়ে টাঙ্গাইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল বেলায় বিবাদীগণ আমার বসতবাড়ির জমি দখল ও আমার মালামাল লুট করার উদ্দেশ্যে লাঠিসোটা, দা-ফলা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলা করার এক পর্যায়ে ১ ও ৫ নং বিবাদীর হুকুমে ২,৩,৪ নং বিবাদী আমাকেসহ আমার পরিবারকে অকথ্যভাষায় গালিগালাজ করে। তখন আমার মেয়ে সীমা বেগম (২৪) বিবাদীগণকে গালিগালাজ করিতে নিষেধ করে পরে ১নং বিবাদী মো. আখতার হোসেন (৫০), ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের চুলের মুঠি ধরে চরথাপ্পর ও কিলঘুষি মেরে জখম করে। আমার মেয়ের কাছে থাকা ১টি স্মাট ফোন হাতিয়ে নেয়। এর পর ঘটনায় আমি এগিয়ে গেলে বিবাদীগণ সকলে মিলে আমাকেও চুলের মুঠি ধরে চরথাপ্পর, কিলঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং আমার ঘরে ডুকে নগত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় বিবাদীগণ আরো বলে তোরা যদি জমি সংক্রান্ত বিষয়ে মামলা তুলে না নেস এবং বাড়ি ঘর ছাড়িয়া না যাস তাহলে তোকেসহ তোর পরিবারকে রাস্তাঘাটে যেখানেই পাবো সেখানে হত্যা করিবো বলে প্রাণনাশের হুমকি ধামকি দেয়। বিবাদীগণ প্রধান উদ্দেশ্যে হলো আমাকেসহ আমার পরিবারকে হত্যা করে আমাদের বসতবাড়ির জমি অংশ টুকু ভোগ দখল করা। বিবাদীগণ জমি সংক্রান্ত বিষয়সহ অন্যান্য বিষয়ের অত্যাচারে আমি ও আমার পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদীগণ এলাকায় বিচার শালিশ মানে না। এবং এলাকায় মাস্তানি করে বেড়ায়। ঘটনার বিষয়ে সাক্ষীগণ উচ্চ ঘটনার প্রমান করিবে। পরবার্তীতে আমি নিরুপায় হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করি।