টাঙ্গাইলে ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শোরুম উদ্বোধন


টাঙ্গাইলে বিশ্বসেরা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শোরুম উদ্বোধন হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহ রোড (এসএসএস ভবনের পশ্চিমপাশে বিল্লাহ সেন্টাওে শোরুমটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন ডিএক্স নিউ এনার্জি’র হেড অফ বিজনেস হারুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানেডিএক্স নিউ এনার্জি’র চ্যানেল ম্যানেজার রেজাউল করিম, এরিয়া ম্যানেজার মো. নওশাদ খান, মার্কেটিং বিভাগের ম্যানেজার তারিকুল ইসলাম, ডিএক্স নিউ এনার্জি’রপ্রোপ্রাইটর মো. ওমর বিল্লাহ খালেদী (পন্নী) টাঙ্গাইল জেলা মটর মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম আরিফ, সহ-সভাপতি মোহতাসিন বিল্লাহ, টাঙ্গাইল জেলা ব্যাটারী মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ডের আধুনিক ও পরিবেশবান্ধব ই-স্কুটার ৫ বছর পর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধাসহ আকর্ষণীয় গিফটসহ আপনার পছন্দের ই-স্কুটার পাচ্ছেন টাঙ্গাইলের বিল্লাহ সেন্টার শোরুমে।