বাতিঘর আদর্শ পাঠাগারে 'মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ' অনুশীলন


টাঙ্গাইল সদরের বাতিঘর আদর্শ পাঠাগারে সোমবার সকাল এগারোটায় আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের অংশ হিসেবে পাঠ অনুশীলন অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই উদ্যোগে সরকারি সা'দত কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়, মগড়া উচ্চ বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থী/পাঠকদের হাতে পাঠ প্রতিযোগিতার বই তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের লাইব্রেরিয়ান মোঃ হেলাল শরীফ, সাংগঠনিক সম্পাদক মনসুর হেলাল, কর্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোঃ রাজু মিয়া প্রমুখ।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আলী যাকের স্মরণে আয়োজিত মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আনোয়ার পাশার 'রাইফেল রোটি আওরাত', কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ঝর্ণা বসু ও মফিজুল হক সম্পাদিত 'অবরুদ্ধ অশ্রুর দিন: পারিবারিক স্মৃতিভাষ্য ১৯৭১', স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য রশিদ হায়দার সম্পাদিত 'খুঁজে ফিরি' গ্রন্থ প্রদান করা হয়েছে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে ৫০ টি বেসরকারি পাঠাগারকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।