আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা
‘আইয়ামে জাহেলিয়াত’ প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ


বিগত আওয়ামী লীগ সরকার দেশের সর্বক্ষেত্রে ‘আইয়ামে জাহেলিয়াত’ প্রতিষ্ঠা করে গেছে আর আয়নাঘর তারই একটি নমুনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলেও জানান তিনি।
এর আগে সকালে মন্ত্রিপরিষদে সিদ্ধান্তে ‘আয়নাঘর’ নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা। যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।
এ সময় তিনি বলেন, আয়নাঘরের কোনো ব্যাখ্যা দেয়া যায় না। একেবারে বিনা কারণেই সন্ত্রাসী বা জঙ্গি নাটক সাজিয়ে এখানে লোকজনকে আটকে রাখা হতো।
এ সময় তিনি গুম সম্পর্কিত তদন্ত কমিশনকে ধন্যবাদ দেন সঠিক প্রতিবেদন উপস্থাপন করার জন্য।
আয়নাঘর পরিদর্শন করে সেখানকার টর্চার সেল ঘুরে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামে মুরগির ঘরও এর চেয়ে বড় হয়। এখানে কোনো মানুষের পক্ষে নড়াচড়া করাও সম্ভব না। সেখানে নিরপরাধ মানুষকে মাসের পর মাস, বছরের পর বছর সেখানে আটকে রাখা হয়েছে।
এ সময় তিনি বলেন, আয়নাঘর প্রতিষ্ঠিত হওয়ার পেছনে আমরাও দায়ী, কারণ আমরা এটা হতে দিয়েছি। আজকে আমরা মুক্ত হলাম। নতুন বাংলাদেশে আমরা যে নতুন সমাজ গড়তে পারি সেই আশা ব্যক্ত করি। এটা (আয়নাঘর) থেকে অনেক দূরে যেন আমরা চলে যেতে পারি।
তিনি আরো বলেন, আয়নাঘরের ডকুমেন্টেশন গুম কমিশনের প্রতিবেদনে থাকবে এবং এটা অবশ্যপাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে। যারা আয়নাঘর বানিয়েছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না।
এ সময় পরবর্তী বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ রাখবার জন্য এবং কোনো আলামত যাতে বিনষ্ট না হয়, সেজন্য আয়নাঘর সিলগালা রাখা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
এর আগে গত ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা।
অভিযোগ আছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে রাখা হতো। করা হতো নির্যাতন। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম কমিশন। তাদের প্রতিবেদনে আয়নাঘরের অস্তিত্বের কথা জানানো হয়।
সুত্র: বণিক বার্তা