যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত


ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে ভারত সরকার যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ১৮ হাজার অভিবাসীকে শনাক্ত করেছে, যাদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মোদি সরকার। খবর ব্লুমবার্গ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ১৮ হাজার জনকে শনাক্ত করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি। পিউ রিসার্চ সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রে আনুমানিক ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন যারা মেক্সিকো এবং এল সালভাদরের পর তৃতীয় বৃহত্তম গোষ্ঠী।
ভারতীয় অভিবাসীদের চিহ্নিত ও ফেরত আনার পদক্ষেপকে ট্রাম্পকে খুশি করার প্রচেষ্টা হিসেবে বর্ণনার কারণ হচ্ছে— তিনি মাত্রই ওভাল অফিসে বসেছেন। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা হয় এবং তারা একে অপরকে প্রায়ই ‘দারুণ বন্ধু’ বলে সম্বোধন করেন। তবে, ট্রাম্প তার ‘আমেরিকা-ফার্স্ট’ নীতির অংশ হিসেবে ভারতের জন্য কঠোর বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে বাণিজ্য সংঘাত এড়ানোর জন্য মোদি সরকার মরিয়া বলে ধারণা করা হচ্ছে।
কতজন অবৈধ অভিবাসীকে ফেরত আনা হবে সে বিষয়ে ভারত সরকার এখনো নিশ্চিত করেনি। তবে তারা বলেছে, অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন,
ভারত-যুক্তরাষ্ট্র অভিবাসন ও যাতায়াত সহযোগিতার অংশ হিসেবে, উভয় পক্ষই অবৈধ অভিবাসন রোধে একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে। এটি বৈধভাবে ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য আরো সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে করা হচ্ছে।
গত অক্টোবরের একটি ফ্লাইটে ১০০ জনের বেশি অবৈধ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনা হয়েছিল। সে ঘটনা উল্লেখ করে জয়সওয়াল জোর দিয়ে বলেছেন যে, অবৈধ অভিবাসীদের ফেরত আনার প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে। এছাড়া গত এক বছরে ১ হাজারের বেশি ভারতীয়কে ফেরত আনা হয়েছে বলেও তিনি জানান।