বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ | ৪১

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ধনবাড়ী ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র উদ্যোগে এ দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী। 

ধনবাড়ী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধুপুর বিএনপি'র সদস্য আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুদার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল হক,  সাবেক যুব নেতা মনিরুজ্জামান আসিফ প্রমুখ। 

এসময় বিএনপির মধুপুর ও ধনবাড়ী উপজেলার অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বলেন, ছাত্র- জনতার আন্দলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এখনো তাদের পেতাত্বারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে।  এসব ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে।