ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড


টাঙ্গাইলের ধনবাড়ীতে দোকানে পণ্যের বাজার মূল্য তালিকা না থাকায় এক দোকানীকে অর্থদন্ড প্রদান করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে ধনবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, ধনবাড়ীর কাঁচা বাজারের পারভেজ নামের এক মনোহারী দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখার অপরাধে তাকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা। এছাড়াও সকল দোকানীকে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য সচেতন করা হয়। তিনি আরো বলেন, আগামী দিনে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
অভিযান পরিচালনাকালে ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও ধনবাড়ী থানার এস আই আলমাস হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।