কালিহাতীতে খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাদঁবাগানের উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ তলার ছাঁদে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের বাগানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৪ জুলাই ) বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। এই ছাদঁবাগান উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ডাক্তার সুধীর চন্দ্র পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. সুধীর চন্দ্র পাল বলেন, “স্কুলের ভবন, রুম, চেয়ার-টেবিল চকচক করলেই চলবে না। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার নিশ্চয়তা প্রদান করা। আমি চাই শিক্ষার্থীরা ভালো লেখাপড়া করুক এবং ভালো ফলাফল করুক। শিক্ষকদের আরও সচেতন ও পরিশ্রমী হতে হবে। ভালো ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে।”
উদ্বোধনের আগে সভাপতি সুধীর চন্দ্র পাল সকল শিক্ষক ও অভিভাবক সদস্যদের সাথে স্কুলের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগী হতে এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতির নেতৃত্বে স্কুলের পরিবেশের উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা শাহ আলম, স্থানীয় মাতবর আব্দুল করিম, সহ অভিভাবক মন্ডলী, শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঢাকা বিভাগের একাধিক শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিতভাবে ভালো ফলাফল করে আসছে, যা বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে। ছাদঁবাগানের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ পাবে এবং এটি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।