আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিলেন ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৭ পিএম, রোববার, ২৮ জানুয়ারী ২০২৪ | ১৩৩
টাঙ্গাইলের গোপালপুরে সবচেয়ে লম্বা মানুষ আছর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (সার্জারি বিভাগ ) ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ।  
 
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে শনিবার সন্ধ্যায় গোপালপুর চরপাড়ায় আছর আলীর বাড়িতে ছুটে আসেন ডাঃ বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। 
 
এসময় তিনি আছর আলীর পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।
 
এমন মানবিক সংবাদ প্রকাশ করায় গনমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
 
এসময় আছর আলী বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক জানিয়েছেন, মাথায় ব্রেন টিউমার হয়েছে, এ ছাড়াও কাঁধ, পিঠ, মাজা ও পায়ের হাড় বেড়েছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিয়েও করেননি। একমাত্র বৃদ্ধা মা তার সেবাযত্ন করেন। চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার। তার পায়ের মাপের জুতা ও রেডিমেট গায়ের জামা কখনো কিনতে পারেননি। জুতাসহ জামাকাপড় বেশি দামে বানিয়ে পরতে হয়।
 
উল্লেখ্য, দিনমজুর আছর আলী (৫৬) বর্তমানে তার উচ্চতা ৭ ফুট ৫ ইঞ্চি। তিনি স্থানীয় বাজারে কুলির কাজ করতেন। বর্তমানে উচ্চতার কারণে কর্মঅক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছেন। উচ্চতার কারণে পা কিছুটা বেঁকে যাওয়ায় লাঠির ওপর ভর করে কুঁজো হয়ে হাঁটতে হয়।