ঝিনাইগাতীতে ২দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ২৮০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৬ফেব্রয়ারি ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২দিন ব্যাপি বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের তত্তাবধানে প্রথম দিনে মেলা উদ্ধোধনী, আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনূল ইসলাম বাদশা, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম (মুক্কু), বিআরডিবি ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহাম্মেদ আকন্দ, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হেসেন চাঁন, আবুল হাশেম, শিক্ষক আঃ হামিদ আকন্দ, রুস্তম আলী,হযরত আলী, শিক্ষার্থী নূসরাত জাহান সাম্মি ও রিফাত হোসেন প্রমুখ।

মেলায় উত্তোরণ পালিক স্কুল সহ ১৫টি স্টল বসে। আলোচনা সভা শেষে অতিথিগণ স্টল পরিদর্শন করেন ।