ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘১৯৭০' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৮ পিএম, রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ | ১০৫

মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু : প্রেক্ষাপট ৭ ও ১৭ ডিসেম্বর ১৯৭০' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৭ ডিসেম্বর ) সকালে একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মাদ উমর ফারুক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান  অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ বক্তব্য রাখেন।  

এসময় বক্তরা বাংলাদেশের অভ্যুদয় এবং  বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক  প্রেক্ষপট নিয়ে  আলোচনা করেন।

আলোচনা সভা পরিচালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।