টাঙ্গাইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলে পেঁয়াজের দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে শহরের পার্ক বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার বলেন, ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে সকল ব্যবসায়ীকে সর্তক করে দেওয়া হয়েছে যাতে তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি না করে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নূরেন ও জান্নাতুল নাঈম বিনতে আজিজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।