টাঙ্গাইলে দৈনিক কালবেলা প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ | ৪৪২

টাঙ্গাইলে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর)সকালে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক আইরিন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার শরফুদ্দীন, টাঙ্গাইল র‌্যাব-১৪ কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ জুবায়ের,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া,টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা ও সাবেক সাধারন সম্পাদক শামসাদুল আখতার শামীম।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড.জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো.আবু জুবায়ের উজ্জল। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।