টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে ১০ হাজার ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছিট মাহমুদপুর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩০) ও তার স্ত্রী মোছা. বাছির খাতুন (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গোপণে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকষ দল বুধবার (৪ অক্টোবর) বিকালে মহাসড়কের গোড়াই এলাকায় অভিযান চালায়।
অভিযানে ১০ হাজার ২০০ পিস বিক্রি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্কারকৃতদের নামে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে বিক্রি করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।